ভর্তি যুদ্ধ হোক কিংবা একাডেমিক স্পন্দনের সাথে প্রস্তুতি হবে সর্বাঙ্গিক
- SSC & HSC একাডেমিক
- SSC & HSC মডেল টেস্ট
- ইঞ্জিনিয়ারিং
- ভার্সিটি এডমিশন
এর পূর্ণাঙ্গ প্রস্তুতি সহ সুদৃঢ় বেসিক গড়ে তুলতে স্পন্দন এর অনলাইন ও অফলাইন সেবা সর্বদা অনন্য
জনপ্রিয় চলমান প্রোগ্রামসমূহ

HSC 2022 ENGINEERING & UNIVERSITY ADMISSION
হাজারো শিক্ষার্থীর স্বপ্ন বুয়েট,কুয়েট, রুয়েট কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের মতো দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরাশুনা করা। তবে প্রতিযোগিতা অনেক। তাই সেরাদের সেরা হলেই তবে পূরণ হবে তোমার স্বপ্ন। আর এই স্বপ্ন পূরণে দেশসেরা শিক্ষকদের অভিজ্ঞতা ও মানসম্পন্ন প্রশ্নে daily, weekly এবং monthly মডেল টেস্টে নিজেকে প্রস্তুত করতে যোগ দাও স্পন্দনের ইন্জিনিয়ারিং + ইউনিভার্সিটি প্রোগ্রামে।

HSC 2024 ACADEMIC
প্রিয় S.S.C 22 শিক্ষাবর্ষের শিক্ষার্থী বন্ধুরা, ছাত্রজীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কলেজ লাইফ। কলেজ শুরুর পূর্বেই H.S.C বিজ্ঞান সিলেবাসে নিজেদের বেসিক ক্লিয়ার করলে পরবর্তীতে H.S.C এবং এডমিশনের প্রস্তুতি আরো সুদৃঢ় করা যায়। তাই "স্পন্দন"তোমাদের জন্য ২য় নভেম্বর থেকে শুরু করবে "H.S.C এডভান্স প্রোগ্রাম"। তোমাদের সায়েন্স সাবজেক্ট গুলোতে যত বেশি দক্ষতা থাকবে তত বেশি তোমাদের নিজের উপর আত্মবিশ্বাস বাড়বে। তাই বোর্ড পরীক্ষা শেষ করে যুক্ত হও স্পন্দনের এই বিশেষ " H.S.C এডভান্স প্রোগ্রামে।"

SSC 2022 COLLEGE ADMISSION
প্রিয় S.S.C 22 শিক্ষার্থী, বোর্ড পরীক্ষার পরবর্তী সময়ে তোমরা পদার্পণ করবে কলেজ জীবনে। কলেজ জীবন তোমাদের এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যত গড়তে সাহায্য করেবে। এই বছর শুধু BUET এই,নটরডেম এবং হলি ক্রস থেকে প্রায় ৫০০-এর বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে। তাই তোমরা অনেকে নটরডেম, হলি ক্রস এবং সেন্ট যোসেফ কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছো। তোমরা জানো, এই ৩টি কলেজ বেশ কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করছে। তোমাদেরকে এইসব কলেজ এডমিশন পরীক্ষার জন্য সঠিকভাবে প্রস্তুত করার জন্যই "স্পন্দন"এর বিশেষ "কলেজ এডমিশন প্রোগ্রাম"।

HSC 2022 UNIVERSITY ADMISSION
লক্ষ্য যদি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরর মতো ঐতিহ্যবাহী পাবলিক বিশ্ববিদ্যালয় তবে প্রস্তুতি নিতে হবে সেরা। আর তোমাকে নিজের লক্ষ্যে পৌঁছাতে আমরা আয়োজন করেছি বিশেষ ইউনিভার্সিটি ‘ক’ কোর্স । ১০ বছরের অধিক অভিজ্ঞতা সম্পন্ন দেশের সেরা শিক্ষকমন্ডলী থাকবেন তোমাদের পাশে। স্বপ্ন পূরণের লক্ষ্য স্পন্দিত হোক স্পন্দনের সাথে।

HSC 2023 ACADEMIC PROGRAM
পড়াশুনা একটি ধারাবাহিক প্রক্রিয়া। কলেজ জীবনের প্রথম থেকে ঠিকমতো পড়লে বোর্ড পরীক্ষা এবং পরবর্তীতে ভর্তি পরীক্সায় ভালো করা সহজ হয়। স্পন্দনের একাডেমিক শিক্ষকরা দেশসেরা Admission শিক্ষকও। তাই , যে শিক্ষার্থী প্রথম থেকেই আমাদের মেন্টরদের কাছে পড়ে তাদের বেসিক থাকে নিখুঁত এবং এডমিশনের গাইডলাইনও পেয়ে যায় প্রথম থেকে। দেরী না করে আমাদের বিষয়ভিত্তিক ব্যাচে যোগ দাও , দেশের সেরা শিক্ষকদের কাছে নিজেকে প্রথম থেকে গড়ে তুলো।

ACTION-REACTION NEWTONIAN MECHANICS
তোমাদের মধ্যে অনেকেই নিউটনিয়ান বলবিদ্যার কনসেপ্টথেকে শুরু করে প্র্যাকটিস কিংবা প্রবলেম সলভ নিয়ে বেশ ঝামেলায় ছিলে। অনেকের আবার এই চ্যাপ্টারটা একদমই পড়া হয় নি। কিন্তু এটা বাদেও তো আগানো যাচ্ছে না। তাই উপায়? স্পন্দন এরকম কিঞ্চিত পিছিয়ে পড়াদের জন্য শুরু করতে যাচ্ছে Action-Reaction Newtonian Mechanics কোর্সটি। একদম ব্যাসিক কনসেপ্ট থেকে শুরু করে একাডেমিক এবং এডমিশনে যা যা জানা প্রয়োজন, সাথে বেশ কিছু প্রবলেম সলভ করার পাশাপাশি কোপাকুপি ম্যাথ নিয়ে হবে তুমুল আলোচনা।