সাফল্যের ৫ বছর

চিন্তার বিকাশের মাধ্যমে প্রতিনিয়ত এগিয়ে যাওয়া

মানুষের চিন্তার জগতেই তার ভাবনাগুলো ফুটে ওঠে। আর ভাবনা গুলো নতুন নতুন পথে নিজেদের বিভিন্ন রঙ্গে মেলে বেড়ায়। আর সে নতুন রঙ্গে ডানা মেলে নানা লজিক, নানা প্রশ্নের সংমিশ্রণ। যা এই চিন্তাগুলোকে আরও অর্থপূর্ণ করে তোলে। আর এরই মাধ্যমেই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ চিন্তাৎসু মনোভাবের প্রকাশ ঘটে। আর এই প্রশ্ন আর লজিকের মিলবন্ধন ঘটিয়ে চিন্তাকে বান্তবে রূপ দিতেই আমাদের স্পন্দন প্রতিনিয়ত পাশে থাকে সকলের। স্পন্দনের প্রতিটি কার্যক্রম মূলত শিক্ষার্থীদের এই চিন্তার জগৎকে আরও সুন্দর, আরও সুদুরপ্রসারী ও বাস্তবে রূপ দেয়াতেই সর্বদা ব্যস্ত। আর এই চিন্তার জগতে হাজারো প্রশ্নের ফুলঝুড়ির মাঝে উত্তরগুলো সহজে ও সুন্দরভাবে খুঁজে পেয়ে নিজেকে যেকোনো কারও থেকে এগিয়ে রাখতে পারার মনোভাব তৈরিতেই রনি ভাইয়া, শিশির ভাইয়া, সাব্বির ভাইয়ার হাত ধরে স্পন্দনের যাত্রা শুরু। যেখানে প্রতিটি শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই স্পন্দনের মূল লক্ষ্য। তাই স্পন্দনের নামের সাথেই জড়িয়ে আছে প্রতিটি শিক্ষার্থীর জন্য

Carring the potentiality